নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইঞ্জিনচালিত একটি নৌকাটি উপজেলার মাছিমপুর গ্রাম থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে পেরুয়া গ্রামে যাওয়ার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
এতে ৬ জন নিহত হন। তবে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে- মাসিমপুর গ্রামের বাবুলের ছেলে সামিম(২), বদরুলের ছেলে প্রতিবন্ধী আবির (৩) নোয়ারচর গ্রামের আফজালের ছেলে সোহান (২) ও পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতউল্লাহ নিহতের সংখ্যা ৬ জন বলে জানিয়েছেন।
সুত্র: সিলেটভিউ২৪ডটকম
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
২১ জানুয়ারী ২০২১, ০৪:৪১ অপরাহ্ন