প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আশিক চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটভিউ২৪ডটকম-এ শুক্রবার প্রকাশিত আমি কুলাঙ্গার হারিছ চৌধুরীর ভাই: তারেক রহমানকে আশিক চৌধুরী শিরোনামের সংবাদের একাংশের সাথে ভিন্নমত পোষন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী।
ঢাকা থেকে মুঠোফোনে তিনি বলেন, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্কাইপে জেলা বিএনপির বৈঠকে তিনি এরকম কোন কথা বলেননি।
তিনি বলেন, যার হাত ধরে আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, তাকে নিয়ে এরকম আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রশ্নই ওঠে না। তাকে হেয় করার জন্য কেউ এরকম তথ্য সরবরাহ করে থাকতে পারে। যা আদৌ সত্য নয়। তার রাজনৈতিক অবস্থান বিতর্কিত করতে এবং রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে তাকে হেয় করতে ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমে এরকম অসত্য তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেন তিনি।
১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন