নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক ট্রাকের চালক। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সুত্র: আমাদের সময়
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন