ইউএস -বাংলা ডেস্কঃ করোনার কারণে এ পর্যন্ত বাংলাদেশ বিমান পরিচালনায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।
আর পর্যটন খাতে প্রায় ২ হাজার কোটি টাকা।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন।
এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলেও জানিয়েছেন তিনি।
সচিব জানান, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে।
পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কিনা, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
১৭ জানুয়ারী ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন