ইউএস -বাংলা ডেস্কঃ জামিল আহমদ একজন স্বপ্নবাজ যুবক। পরিবারের ছিলনা কোনো রকম টানাপোড়েন তবুও ব্যক্তিগত আর্থিক উন্নয়ন আর স্বপ্নের দেশে যাওয়া ছিল তার প্রবল আকাঙ্খা।
চারবছর আগে ওমানে যান তিনি। সম্প্রতি ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে বরফেই সলিল সমাধি হয়ে গেল তাঁর।
নিহত জামিল আহমদ (৩৮) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে। জামিল আহমদ (৩৮)।
রবিবার (২৭ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে আসে।
পারিবারিক সূত্র জানায়, জামিল প্রায় ৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে সড়কপথে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ।
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
১৭ জানুয়ারী ২০২১, ১০:১৪ অপরাহ্ন