ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।নিহতের নাম পারভেজ মিয়া (৩৮)। সে জামুরাইল গ্রামের মৃত. লিলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে দু’ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধলে বড় ভাই সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই মোঃপারভেজ মিয়া মারাত্মকভাবে আহত হন।আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ নিহত মোঃপারভেজ মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবং ঘটনায় জড়িত সমুজ মিয়াকে অস্ত্রসহ আটক করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
০৮ মার্চ ২০২১, ১০:২১ অপরাহ্ন