নিজস্ব প্রতিবেদন: চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় তাকে বহিস্কার করা হয়। ছালেহ আহমদ সেলিম সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর। সম্প্রতি বিভিন্ন বিতর্ক জড়িয়ে পড়েন তিনি।
সেলিমকে সাময়িক বহিস্কারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিমকে সাময়িক বহিস্কার করে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠেছে তা তদন্তে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী প্রদীপ ভট্টাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আইনজীবী বেলাল আহমদ ও আইনজীবী জাহিদ সরোয়ার সবুজ।
একটি মন্তব্য করুন
সম্পর্কিত মন্তব্য
১৬ এপ্রিল ২০২১, ০১:৩৩ অপরাহ্ন